Samsung Galaxy Z Fold 7: পাতলা ডিজাইন, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং নতুন রঙ, জুলাইতেই আসছে চমক

স্যামসাং আবার বাজারে চমক দিতে প্রস্তুত। বহু প্রতীক্ষিত Galaxy Z Fold 7 স্মার্টফোনটি সম্ভবত আগামী মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে। যদিও অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি, কিন্তু যতদিন যাচ্ছে, নতুন এই ফোল্ডেবলের ফাঁস হওয়া তথ্য ও ছবি নিয়ে জল্পনা তুঙ্গে।

samsung-galaxy-z-fold-7-featured


সম্প্রতি জনপ্রিয় টিপস্টার OnLeaks এবং Android Headlines একসাথে ফোনটির রেন্ডার ইমেজ সামনে এনেছে। এই ছবিগুলো দেখে একটা ব্যাপার স্পষ্ট, ডিভাইসটি আগের চেয়ে আরও হালকা ও পাতলা হতে চলেছে। Fold 6 যেখানে বন্ধ অবস্থায় প্রায় ১২.১ মিমি পুরু ছিল, Fold 7 নাকি মাত্র ৮.২ মিমি হতে পারে! খোলা অবস্থায়ও ফোনটি মাত্র ৪ মিমি পুরু হতে পারে বলে আগেই কানাঘুষো চলছিল। অবশ্য, ছবিতে দেখে নির্ভুল পরিমাপ বলা একটু কঠিনই।

ক্যামেরা বিভাগে এবার সত্যিই বড় একটা পরিবর্তন আনছে স্যামসাং। Samsung Galaxy Z Fold 7-এ থাকতে পারে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যেটা আগের স্পেশাল এডিশনে দেখা গিয়েছিল। এর সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ১০ মেগাপিক্সেলের ৩x টেলিফটো লেন্স। ফোল্ড খোলা অবস্থায় স্ক্রিনের নিচে ৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে, আর বাইরের ডিসপ্লেতে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে সেলফির জন্য।

আরেকটা মজার দিক হলো, এইবার ফোনটি শুধু কালো রঙে সীমাবদ্ধ থাকছে না। 'ব্লু শ্যাডো' নামে এক নতুন নীল রঙেও আসতে পারে এটি। স্যামসাংয়ের ফোল্ডেবল সিরিজে এই রঙ আগে দেখা যায়নি, তাই চোখে পড়বে বলেই মনে হয়। আরও কয়েকটি রঙের বিকল্প আসতে পারে বলে গুজব চলছে।

সব মিলিয়ে, ৯ জুলাই নিউইয়র্কে স্যামসাংয়ের ‘Galaxy Unpacked’ ইভেন্ট ঘিরে উৎসাহ তুঙ্গে। এই মঞ্চ থেকেই Z Fold 7-এর সাথে Galaxy Z Flip 7 এবং নতুন Galaxy Watch সিরিজ উন্মোচন হতে পারে। অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

Photo Credit: Android Headlines

Previous Post Next Post