চোট পেয়েছেন পন্থ, খেলবেন তো ম্যানচেস্টারে? জানালেন ক্যাপ্টেন গিল

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন চোট পান ঋষভ পন্থ। ম্যাচের একেবারে প্রথম দিনই বাঁ হাতের একটি আঙুলে বল লাগে তাঁর। সেই চোট এতটাই গুরুতর ছিল যে তিনি পুরো ম্যাচে আর উইকেটকিপিং করতে পারেননি। তবে ব্যাট হাতে তিনি মাঠে নামেন এবং দারুণ লড়াকু ইনিংস খেলেন। এই অবস্থায় পন্থকে ঘিরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ২৩ জুলাই থেকে শুরু হতে চলা ম্যানচেস্টার টেস্টে তিনি খেলতে পারবেন কি না? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল নিজেই।
লর্ডস টেস্টে হারের পর পন্থের ইনজুরি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল বলেন, “পন্থ স্ক্যানে গিয়েছেন। আশঙ্কার কিছু নেই। চোট গুরুতর নয়। আশা করছি, ম্যানচেস্টারে ওকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে।”
এই চোটের ঘটনা ঘটেছিল প্রথম দিনের দ্বিতীয় সেশনে। তখন বোলিং করছিলেন বুমরাহ। ওভারের ৩৪তম বলে লেগ সাইডে ঘুরে যাওয়া একটি ডেলিভারি থামাতে গিয়ে আঙুলে বল লাগে পন্থের। সঙ্গে সঙ্গেই ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যায় তাঁকে। ওই ওভারটা কোনও রকমে কিপিং করলেও, পরের ওভারেই মাঠ ছাড়েন। এরপর পুরো ম্যাচে আর গ্লাভস হাতে দেখা যায়নি তাঁকে; তাঁর জায়গায় কিপিংয়ের দায়িত্ব সামলান তরুণ ধ্রুব জুরেল।
তবে চোট পেয়েও পন্থ যে হাল ছাড়েননি, সেটা বোঝা গেল তাঁর ব্যাটিং দেখেই। প্রথম ইনিংসে একসময় ভারত যখন চাপে, তখন এলেন ক্রিজে। দুর্দান্ত ৭৪ রান করে দলকে টেনে তোলেন এবং কেএল রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। যদিও ইংল্যান্ডের বোলাররা পন্থের ইনজুরিটাকে নিশানা করার চেষ্টা করেছিলেন কয়েকটা শর্ট বলও ছোড়া হয় ঠিক সেই জায়গায়। কিন্তু পন্থ দমে যাননি।
তাঁর ওই ইনিংসের কল্যাণেই ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সমান ৩৮৭ রান তুলতে সক্ষম হয়।
তবে দ্বিতীয় ইনিংসে ভাগ্য সহায় ছিল না পন্থের। শূন্য রানে আউট হয়ে যান। ভারতও ১৯৩ রানের লক্ষ্যে পৌঁছতে গিয়ে মাত্র ২২ রানে হেরে যায়।
এই মুহূর্তে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে। সামনের ম্যাচটা তাই খুব গুরুত্বপূর্ণ। পন্থ যদি ফিরতে পারেন, সেটাই হতে পারে ভারতের জন্য বড় প্লাস পয়েন্ট। তবে একেবারে নিশ্চিতভাবে কিছু বলা এখনই সম্ভব নয় ফিটনেস রিপোর্টই এখন সব ঠিক করে দেবে।