লর্ডস টেস্টে মোড় ঘোরানো সেই রান আউট! পন্তের বিদায়েই ভেঙে পড়েছিল ভারতের রথ, জানালেন শুভমন গিল

লর্ডসের ঐতিহাসিক মাঠে টেস্ট ম্যাচের স্রোত কোন দিকে বাঁক নিল, সেটা বুঝতে হলে চোখ রাখতে হবে ভারতের প্রথম ইনিংসের সেই একটি মুহূর্তে যখন রান আউট হয়ে ফিরলেন ঋষভ পন্ত। ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল ম্যাচ শেষে খোলাখুলি বলেও দিলেন, দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলের উইকেট নয়, বরং প্রথম ইনিংসে পন্তের রান আউটই ছিল এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। পন্ত তখন ৭৪ রানে দুর্দান্ত ব্যাট করছিলেন। লাঞ্চের আগে রাহুল নিজের সেঞ্চুরি পূর্ণ করতে চাইছিলেন, সেই চেষ্টায়ই পন্ত এক ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে আউট হয়ে যান। আর সেখান থেকেই যেন ছন্দ হারায় ভারত।
গিল বললেন, “ঋষভের আউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আমরা জানতাম, পঞ্চম দিনে ব্যাটিং সহজ হবে না। ওর উইকেটটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল।”
তবে এখানেই থামেননি অধিনায়ক। কেএল রাহুলকে দায়ী করার বদলে গিল বরং তাঁর পক্ষেই কথা বলেন। তাঁর কথায়, “এটা কারও ব্যক্তিগত অর্জনের প্রশ্ন ছিল না। এটা একটা ভুল হিসাব ছিল। শেষ সিদ্ধান্তটা পন্তেরই ছিল। আর রাহুল ছিলেন ডেঞ্জার এন্ডে।”
রান আউটের পরও রাহুল তাঁর শতরান সম্পূর্ণ করলেও পরের সেশনে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। ভারত তখন ইংল্যান্ডের উপর লিড নেওয়ার লক্ষ্যে ছিল, কিন্তু শেষ পর্যন্ত ৩৮৭ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের স্কোরের সাথেই থেমে যায়।
ইংল্যান্ড এরপর জয়ের জন্য ভারতের সামনে ১৯৩ রানের লক্ষ্য রাখে। কিন্তু টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়লে, একপ্রান্ত ধরে রাখেন রবিশ্রী জাডেজা। নিচের দিকের ব্যাটারদের সঙ্গে জুটি গড়ে চেষ্টা চালিয়েছিলেন জয়ের, যদিও শেষরক্ষা হয়নি।
তবে শুভমন গিল সেই লড়াইয়ে জাডেজার ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন। তাঁর কথায়, “রভি ভাই আমাদের দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। ওর মতো অলরাউন্ডার খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা পुछল্লে ব্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম, আর ও যেভাবে লড়েছে, সেটা গর্ব করার মতো। আমাদের বিশ্বাস ছিল, ১৯০ তাড়া করা সম্ভব। একটা-দু’টা পঞ্চাশ রানের পার্টনারশিপ হলেই হয়তো ছবিটা অন্যরকম হতে পারত। কিন্তু যেভাবে জাড্ডু ভাই এবং বাকি ব্যাটাররা লড়েছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।”
এই ম্যাচটা হয়তো ভারতের নাম লেখা হলো না, কিন্তু পন্তের সেই রান আউট, রাহুলের কাঁধে ভর দিয়ে তৈরি উত্তাপ, আর জাডেজার শেষ মুহূর্তের জেদ সব মিলিয়ে এই টেস্ট ভারতের জন্য অনেক গল্প রেখে গেল।