গত বছর ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল iQOO 13। এবার সেই ফ্ল্যাগশিপ ফোনটিই আসছে একেবারে নতুন রূপে iQOO 13 Green Edition। ফোনটি অফিশিয়ালি ৪ জুলাই অ্যামাজনে লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি। আগের মতো Legend Edition এবং Nardo Grey-এর পাশাপাশি এই নতুন সবুজ রঙের সংস্করণ যুক্ত হওয়ায়, ক্রেতাদের হাতে এখন থেকে মোট তিনটি রঙের অপশন থাকবে।
যদিও নতুন এই কালার ভ্যারিয়েন্ট আসার পরেও দাম বাড়বে কিনা, সে নিয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি। তবে অনেকেরই ধারণা, শুধুমাত্র রঙের পরিবর্তনের কারণে মূল্য বাড়বে না।
এখন একটু ফোনের স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক iQOO 13-এ রয়েছে 6.82 ইঞ্চির একটি কোয়াড HD+ কার্ভড AMOLED ডিসপ্লে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা গেমিং বা স্ক্রলিংয়ের সময় বেশ স্মুদ এক্সপেরিয়েন্স দেয়। ফোনটি সর্বোচ্চ 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে।
প্রসেসরের দিক থেকে iQOO বেশ জোর দিয়েছে এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm-এর Snapdragon 8 Gen 3 চিপসেট, যেটা আপাতত বাজারে অন্যতম শক্তিশালী।
ক্যামেরার ক্ষেত্রেও ফোনটি পিছিয়ে নেই। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ প্রত্যেকটি সেন্সরই ৫০ মেগাপিক্সেল। একটি প্রাইমারি লেন্স, একটি আল্ট্রাওয়াইড, আরেকটি টেলিফটো। সামনের দিকে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি সেকশনে রয়েছে 6000mAh-এর বিশাল ব্যাটারি, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মানে, কয়েক মিনিট চার্জ দিলেই অনেকটা চার্জ হয়ে যাবে এটা নিঃসন্দেহে একটি বড় সুবিধা।
অন্যদিকে, ফোনটিতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটি চলে Android 15 ভিত্তিক Funtouch OS 15-এ। কানেক্টিভিটির জন্য থাকছে 5G, Dual 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, USB Type-C 3.2 Gen 1 এবং NFC।
সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই ফোনে IP68 ও IP69 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ জল ও ধুলাবালির বিরুদ্ধে যথেষ্ট রেজিস্ট্যান্স থাকবে।
সব মিলিয়ে, যারা শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে দৃষ্টিনন্দন ডিজাইনের ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO 13 Green Edition হতে পারে এক দারুণ চয়েস। এখন দেখার বিষয়, নতুন এই ভ্যারিয়েন্ট বাজারে কেমন সাড়া ফেলে।