রিয়েলিটি শো 'স্প্লিট্সভিলা' খ্যাত খুশি মুখার্জি আবারো ট্রোলের শিকার হয়েছেন। সম্প্রতি একটি ইভেন্টে স্বর্ণালি, হাই-স্লিট পোশাকে পাপারাজ্জিদের সামনে পোজ দিচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎ এক পথচারী বলে বসে "চাড্ডি পরাও ওকে!" এরপর থেকেই নানা কটাক্ষ ঘিরে রয়েছে খুশিকে। তবে এবার চুপ না থেকে খোলামেলা জবাব দিলেন তিনি।
এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় খুশি বলেন, "সোজা কথা বলি, আমি থঙ পরেছিলাম। আর তার স্ট্র্যাপ ওপরে উঠিয়ে রাখছিলাম। কেউ কি নিশ্চিত হয়ে দেখেছে আমি কিছু পরিনি? কেউই তো পোশাক ছাড়াই রাস্তায় বেরোয় না।" এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, “হ্যাঁ, জানতাম পোশাকটা হালকা। বাতাসে ওড়ে। জানতাম আমার পা, হাত, কিছু অংশ দেখা যাবে। কিন্তু আমি অস্বস্তিতে ছিলাম না। সবটাই আমি সচেতনভাবে করেছি।”
খুশির বক্তব্য অনুযায়ী, মানুষজন যেন এখনো নারীর পোশাককে নিয়ে অতিরিক্ত ব্যস্ত। তিনি বলেন, "যদি আমি সত্যিই অস্বস্তি বোধ করতাম, তাহলে নিশ্চয়ই কোনো অপ্রীতিকর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ত। কিন্তু তা তো হয়নি।" এরপর হালকা ক্ষোভ ঝেড়ে বলেন, “ওই যে লোকটা মন্তব্য করল, সে তো মদ্যপ ছিল। অথচ লোকে তাকেই সমর্থন করছে!”
এখানেই থেমে না গিয়ে খুশি সমাজের এক গভীর সমস্যার দিকেও ইঙ্গিত করেন, "মানুষের জীবনে এতটাই হতাশা জমে গেছে যে, কেউ একটু সাহস দেখালেই তারা ঝাঁপিয়ে পড়ে তাকে নিচে নামাতে। ট্রোল করেই যেন তাদের শান্তি। অথচ এরকম মানসিক চাপে পড়ে অনেক অভিনেত্রী প্রাণও দিয়েছেন।"
এই পুরো বক্তব্যটি পোস্ট করা হয়েছে Yt_shorts9ine নামের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, আর খুশির এই সরাসরি ও নির্ভীক প্রতিক্রিয়া ঘিরে আবারও আলোচনায় তিনি।
এটা হয়তো কারও চোখে বিতর্কিত, তবে খুশির ভাষায় “আমি জানি আমি কী পরছি, কতটা দেখাচ্ছি। আর সেটা একান্তই আমার সিদ্ধান্ত।”