ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড ঘিরে শুক্রবার বিকেলে এক বড় সুখবর এসেছে। প্রায় ৪১৩১ কোটি টাকার একটি ট্যাক্স মামলা থেকে সংস্থাটি সম্পূর্ণভাবে মুক্তি পেয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায় পড়েছে কোম্পানির পক্ষে, যা একরকম স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে ক্যাস্ট্রলের জন্য। ‘কাস্টমস, এক্সসাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ (CESTAT) এই রায় দেয়। উল্লেখযোগ্যভাবে, ক্যাস্ট্রলের এই পুরনো বিবাদটি চলছিল মহারাষ্ট্র সেলস ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে।
মামলার পেছনের ঘটনা কী ছিল?
ঘটনার সূত্রপাত ২০০৭-০৮ অর্থবছর থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত। মহারাষ্ট্র রাজ্যের ট্যাক্স দফতরের অভিযোগ ছিল, ক্যাস্ট্রল ইন্ডিয়া নাকি সেই সময়ে আগের অর্ডার দেখিয়ে মহারাষ্ট্রে থাকা তাদের সুবিধা ব্যবহার করে অন্যান্য রাজ্যে পণ্য পাঠাত সেখানকার ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টদের মাধ্যমে। তাঁদের বক্তব্য ছিল, এতে করে মহারাষ্ট্র সরকারের কর আদায়ে অসুবিধা হয়েছে।
ক্যাস্ট্রলের প্রতিক্রিয়া কী ছিল?
এই অভিযোগ একেবারেই অস্বীকার করে ক্যাস্ট্রল জানায়, যেসব পণ্য পাঠানো হয়েছে, সেগুলো আগে থেকে কোনও অর্ডারের ভিত্তিতে নয় বরং তখনকার পরিস্থিতি অনুযায়ী ও বৈধ ট্যাক্স নীতিমালার মধ্যেই করা হয়েছে। আগেও এই একই মামলায় এমভিএটি ট্রাইব্যুনাল (MVAT Tribunal) ক্যাস্ট্রলের পক্ষেই রায় দিয়েছিল।
তবে তাতে সন্তুষ্ট না হয়ে মহারাষ্ট্র সেলস ট্যাক্স ডিপার্টমেন্ট ফের CESTAT-এ মামলা দায়ের করে, এবং প্রায় ৯ বছর ধরে তা চলতে থাকে। শেষমেশ ১১ জুলাই, ২০২৫ তারিখে CESTAT এই মামলা খারিজ করে দেয় এবং রায় দেয় ক্যাস্ট্রলের পক্ষে।
শেয়ারবাজারে প্রভাব কেমন?
রায় ঘোষণার দিন শুক্রবার, ক্যাস্ট্রল ইন্ডিয়ার শেয়ার ০.৪১ শতাংশ কমে ২২০ টাকায় বন্ধ হয়। তবে পেছনের দিকে তাকালে দেখা যায়, গত ৩ মাসে কোম্পানিটির স্টক প্রায় ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০২৫ সালের শুরু থেকে এখনও পর্যন্ত শেয়ারের দাম ৮ শতাংশ বেড়েছে। আর গত ৩ বছরে সেই বৃদ্ধির হার ১০১ শতাংশে পৌঁছেছে।
এখন প্রশ্ন হল, এই মামলার রায়ের পর বাজার কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? সোমবার থেকে শেয়ার দামে কিছুটা চাঞ্চল্য দেখা যেতেই পারে। তবে যেকোনো বিনিয়োগের আগে পেশাদার আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।