'কাঁটা লাগা গার্ল' আর নেই: শেফালি জরিওয়ালার অকালপ্রয়াণে শোকের ছায়া বলিউডে

 বলিউডে ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিত টেলিভিশন অভিনেত্রী শেফালি জরিওয়ালার হঠাৎ মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি যেন থমকে গেছে। মাত্র ৪২ বছর বয়সে, ২৭ জুন রাতে, হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করার পরই তার মৃত্যু হয়। খবরটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে, ভক্ত থেকে শুরু করে তার সহকর্মীরাও এখনো যেন বিশ্বাস করতে পারছেন না শেফালি আর নেই।



শেফালির নাম বললেই অনেকের মনে প্রথমে ভেসে ওঠে জনপ্রিয় গান ‘কাঁটা লাগা’-র সেই রিমিক্স ভিডিওর দৃশ্য। সেই ভিডিও থেকেই তিনি রাতারাতি পরিচিতি পান। এরপর বলিউডের কয়েকটি ছবিতে অভিনয় করলেও, তার বলিষ্ঠ উপস্থিতি সবার নজর কেড়েছিল। কিন্তু জীবনের এত অল্প সময়েই যে তিনি চলে যাবেন, সেটা কেউ ভাবতেও পারেনি।

এই খবরে গভীরভাবে শোকাহত হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও। 'মুঝসে শাদি করোগি' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ইনস্টাগ্রামে শেফালির একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, “খুব কষ্ট হচ্ছে। বয়সটা খুব কম ছিল। পরাগ এবং পরিবারের জন্য আমার গভীর সমবেদনা।” তার এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার, শেফালির মরদেহের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তার অস্থি বিসর্জন করা হয় মুম্বাইয়ের জুহু সৈকতে। পরিবারের সদস্যদের পাশাপাশি কাছের বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এই সময় অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী ভীষণ ভেঙে পড়েন। এক ভিডিওতে দেখা গেছে, শোকের ভারে নুয়ে পড়া পরাগকে পরিবারের লোকজন ধরে রেখেছেন মুহূর্তটি ছিল অত্যন্ত বেদনাদায়ক।

এভাবে হঠাৎ করে শেফালির চলে যাওয়া কেবল এক অভিনেত্রীকে হারানোর শোক নয়, যেন একটি সময়, একটি স্মৃতি হারানোর মতোই। বলিউডের অঙ্গনে এমন শূন্যতা কখনো কখনো পূরণ করা যায় না।

Previous Post Next Post