২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার ফোন খুঁজছেন? তাহলে Honor 90 আপনার জন্য একেবারেই চোখ বুলিয়ে দেখার মতো। ফোনটি এখন বাজারে যে দামে পাওয়া যাচ্ছে, সেটা দেখে অবাক না হয়ে উপায় নেই লঞ্চের সময় যার দাম ছিল ৩৭,৯৯৯ টাকা, সেই ফোন এখন অ্যামাজনে মিলছে মাত্র ২৭,৯৯৯ টাকায়। প্রায় ১০ হাজার টাকার সোজাসুজি ছাড়!
শুধু এখানেই শেষ নয়। বিভিন্ন ব্যাংক অফারের আওতায় আপনি অতিরিক্ত ১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। আর যদি লাকি হন, তাহলে কোম্পানির কাছ থেকে ৮৩৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেতে পারেন। পুরনো ফোন ফেরত দিয়ে এক্সচেঞ্জ অফারেও দাম আরও কমানো সম্ভব, যদিও সেটা নির্ভর করবে আপনার ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং এক্সচেঞ্জ পলিসির ওপর।
কি আছে ফোনের ভেতরে?
Honor 90-এ রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল HD+ OLED কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। স্ক্রিনের উজ্জ্বলতা? চোখ ধাঁধানো পিক ব্রাইটনেস ১৬০০ নিটস পর্যন্ত পৌঁছে যায়।
র্যাম ও স্টোরেজও যথেষ্ট উদার ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। শক্তিশালী পারফরম্যান্সের জন্য রয়েছে Snapdragon 7 Gen 1 প্রসেসর।
ক্যামেরা ও ব্যাটারিতে চমক
এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে আছে ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা থেকে বোঝাই যায় যে Honor সেলফি প্রেমীদের মন জয় করতে চাইছে।
ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না ৫০০০mAh ব্যাটারি সঙ্গে আছে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে, ফোন একবার চার্জ দিলেই সারাদিন নিশ্চিন্ত।
বাকি দিকেও নজর দিয়েছে Honor
বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর কানেক্টিভিটির দিক থেকে ৫G, ডুয়াল ৪G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ ৫.২, NFC, জিপিএস যা যা দরকার, সবই আছে।
সব মিলিয়ে, প্রায় ১০ হাজার টাকা কমে Honor 90 এখন বেশ আকর্ষণীয় চেহারা নিয়েছে। দামের সঙ্গে যেটা মিলছে, সেটা নেহাত কম কিছু নয়। তবে ফোন কিনে ফেলার আগে একবার অফারগুলো ঠিকভাবে যাচাই করে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।