১ জুলাই বাজারে আসছে Nothing-এর প্রথম হেডফোন, ফাঁস হলো চমকপ্রদ ব্যাটারি ডিটেলস ও ডিজাইন

লন্ডনে ১ জুলাই এক বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে টেক কোম্পানি Nothing, যেখানে তাদের নতুন স্মার্টফোন Nothing Phone (3)-এর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে প্রথম হেডফোন - Nothing Headphone 1। কিন্তু লঞ্চের আগেই কিছু তথ্য সামনে চলে এসেছে। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার ও Android Headlines-এর সূত্র ধরে ফাঁস হওয়া এক রিপোর্টে দেখা গেছে, এই হেডফোনটি শুধু ডিজাইন নয়, পারফরম্যান্সেও চমক দিতে পারে।



একটু ভারী, তবে যথেষ্ট শক্তিশালী

জানা গেছে, হেডফোনটির ওজন হতে পারে ৩২৯ গ্রাম। তুলনামূলকভাবে এটি Sony WH-1000XM6-এর (২৫২ গ্রাম) থেকে ভারী হলেও, Apple AirPods Max-এর (৩৮৪ গ্রাম) থেকে হালকা। এক কথায়, হেডফোনটি প্রিমিয়াম অডিও মার্কেটের জন্য তৈরি—এমনটাই মনে করছেন অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ। এমনকি কেউ কেউ তো বলছেন, AirPods Max-এর থেকেও ভালো পারফর্ম করতে পারে এটি। অবশ্য, সেটা কতটা বাস্তবে মিলবে, তা সময়ই বলবে।

ব্যাটারি ব্যাকআপ শুনলে চমকে উঠতে পারেন

লিক হওয়া তথ্য অনুযায়ী, এই হেডফোনে থাকছে কাস্টম টিউনড ৪০mm ড্রাইভার, যা পরিষ্কার ও গভীর সাউন্ড দিতে পারবে। আর এর টিউনিংয়ে সহায়তা করেছে ব্রিটিশ অডিও ব্র্যান্ড KEF—যাদের সাউন্ড কোয়ালিটির জন্য আলাদা পরিচিতি রয়েছে। ব্যাটারির দিক থেকেও চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। ANC (Active Noise Cancellation) বন্ধ থাকলে, একবার ফুল চার্জে হেডফোনটি চলতে পারে প্রায় ৮০ ঘণ্টা! আর ANC অন থাকলে ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ মিলবে। যারা LDAC কোডেক ব্যবহার করেন, তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ যথাক্রমে ৫৪ ও ৩০ ঘণ্টা হতে পারে।

ফিচারে ঠাসা, দাম কত হতে পারে?

এতে থাকছে গুগল ফাস্ট পেয়ার, মাইক্রোসফট সুইফট পেয়ার, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, ওয়্যার ডিটেকশন, গেমিং মোড, পার্সোনাল সাউন্ড প্রোফাইল, এলইডি চার্জিং ইন্ডিকেটর এবং ‘ফাইন্ড মাই ডিভাইস’-এর মতো স্মার্ট ফিচার। অর্থাৎ, সুবিধার দিক থেকে কিছুই কম রাখছে না Nothing।

মূল্য এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি ₹২০,০০০-এর নিচে থাকতে পারে। যদিও এত ফিচার দেখে কিছুটা সন্দেহ থেকেই যায়—এমন দামে এই কোয়ালিটির হেডফোন আসবে কি না!

দৃষ্টি কাড়বে ইউনিক ডিজাইন

Nothing-এর প্রোডাক্ট মানেই ভিন্নধর্মী ডিজাইন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। ট্রান্সপারেন্ট লুক তো থাকছেই, তবে আগের ডিভাইসগুলোর মতো একদম খোলামেলা ইন্টার্নাল ভিজিবল হবে না। সবচেয়ে নজরকাড়া ব্যাপার—এর ইয়ারকাপের আকৃতি। না সেটা গোল, না একেবারে ওভাল—বরং একটা বোল্ড রেকট্যাঙ্গুলার ফর্ম। সঙ্গে থাকছে তিনটি ফিজিক্যাল বাটন, যার একটি রয়েছে ইয়ারকাপের বাইরের দিকে।

সব মিলিয়ে, হেডফোন ১ ঠিক কতটা বাজিমাত করতে পারে, তা বোঝা যাবে ১ জুলাইয়ের পর। তবে এখনই বলা যায়—প্রথম চেষ্টাতেই সাহসী পদক্ষেপ নিচ্ছে Nothing।

Previous Post Next Post