বাজেটের মধ্যে ফোল্ডেবল ফোন! Motorola Razr 50 Ultra-এ বিশাল ছাড়, দাম পড়ছে প্রায় ৩৫ হাজার কম

যাঁরা ফোল্ডেবল ফোনের স্বপ্ন দেখছেন কিন্তু দামের জন্য পিছিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য এখনই সময় হাতছাড়া না করার। Motorola-এর প্রিমিয়াম ফ্লিপ ফোন, Razr 50 Ultra, এখন Flipkart-এ পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে। লঞ্চের সময় ফোনটির দাম ছিল প্রায় ₹১ লাখ, আর এখন সেটাই মিলছে প্রায় ₹৩৫,০০০ কমে!



কতটা সস্তায় মিলছে?

১২জিবি RAM ও ৫১২জিবি স্টোরেজের একমাত্র ভ্যারিয়েন্টটির লঞ্চ মূল্য ছিল ₹৯৯,৯৯৯। এখন Flipkart-এ এই হ্যান্ডসেট বিক্রি হচ্ছে ₹৬৮,৪৯০-তে। এর ওপর যদি Flipkart Axis Bank কার্ড ব্যবহার করা যায়, তাহলে আরও ₹৪,০০০ ছাড় মিলছে যার ফলে চূড়ান্ত দাম দাঁড়াচ্ছে ₹৬৪,৪৯০। হিসাবটা করলে দেখা যাচ্ছে, মোট ছাড় ₹৩৫,৫০৯ যা এককথায় চমকে দেওয়ার মতো।

তাহলে কী আছে এই ফোনে?

এই ফোল্ডেবল ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল-HD+ LTPO pOLED ইনার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫Hz। বাইরের দিকে ৪ ইঞ্চির আরেকটি কভার স্ক্রিনও আছে, একই ধরনের প্যানেল, যার রেজল্যুশন 1080x1272 পিক্সেল। ডিসপ্লের সামনে Gorilla Glass Victus এবং পেছনে ভেগান লেদার ফিনিশ দেখতেই শুধু স্টাইলিশ নয়, টেকসইও।

চিপসেট হিসেবে এতে ব্যবহার হয়েছে Snapdragon 8s Gen 3, যার সঙ্গে রয়েছে ১২জিবি LPDDR5X RAM ও ৫১২জিবি UFS 4.0 স্টোরেজ। ছবি তোলার জন্য পিছনে রয়েছে দুটি ৫০-মেগাপিক্সেলের ক্যামেরা একটি মেন সেন্সর ও অন্যটি ২x অপটিক্যাল জুম সহ টেলিফটো লেন্স। সামনে ইন-ডিসপ্লে ৩২-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ভিডিও কল বা সেলফির জন্য।

ফোনটি Android 14 চালায় এবং বিভিন্ন AI-চালিত ক্যামেরা ফিচারের সাথে আসে, যেমন অটো স্মাইল ক্যাপচার ও জেসচার ক্যাপচার। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক। IPX8 রেটিং থাকায় জল ও ধুলো থেকেও ফোনটি সুরক্ষিত।

ব্যাটারি? সেটা ৪০০০mAh-এর, সঙ্গে ৪৫W ফাস্ট চার্জিং, ১৫W ওয়্যারলেস চার্জিং এবং ৫W রিভার্স চার্জিং সাপোর্ট করে। বক্সে রয়েছে ৬৮W চার্জারও।

এক কথায়, যাঁরা স্টাইল, পারফরম্যান্স আর ফিউচার টেকনোলজি খুঁজছেন, তাঁদের জন্য Motorola Razr 50 Ultra এখন অনেকটাই হাতের নাগালে। তবে, অফার কতদিন থাকবে, বলা মুশকিল। তাই দেরি না করাই ভালো।

Previous Post Next Post