৭০০০mAh ব্যাটারির দাপট: চার্জ ছাড়াই দিনের পর দিন চলবে এই দারুণ স্মার্টফোনগুলো!

সারাদিন ফোনে কাজ, গেমিং কিংবা সোশ্যাল মিডিয়া অথচ বারবার চার্জ দিতে দিতে বিরক্ত? তাহলে একটু মনোযোগ দিন, কারণ বাজারে এখন এমন কিছু হাই-ক্যাপাসিটি ব্যাটারির ফোন এসেছে, যেগুলো একবার চার্জ দিলেই অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। বিশেষ করে ৭০০০mAh ব্যাটারি হ্যাঁ, ঠিকই শুনছেন! এই ক্যাটাগরির কয়েকটি নতুন স্মার্টফোন এখন ভালোই হাইপ তুলেছে।



আর শুধু ব্যাটারিই নয়, এসব ফোনে ফাস্ট চার্জিংও রয়েছে, ১২০W পর্যন্ত! কেউ কেউ তো মাত্র ১৫ মিনিটেই অর্ধেক চার্জ করে নিতে পারে এটা একটু চমকই বটে।

চলুন, দেখে নেওয়া যাক এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় থাকা তিনটি ফোন

Oppo K13 5G

এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দামটা বেশ অ্যাক্সেসিবল অ্যামাজনে প্রায় ₹১৭,৪২৫। সবচেয়ে বড় আকর্ষণ, ৭০০০mAh ব্যাটারি আর ৮০W ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি অনুযায়ী, মাত্র ৩০ মিনিটেই ৬২% পর্যন্ত চার্জ হয় ফোনটা।

চিপসেট হিসেবে থাকছে Snapdragon 6 Gen 4। ক্যামেরাও খারাপ না ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লেটা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই স্ক্রলিং বা গেমিংয়ে ল্যাগ খুঁজে পাওয়া কঠিন।

iQOO Neo 10

চাইলে একটু হাই বাজেটেও যেতে পারেন। iQOO Neo 10 এর ৮/১২৮ ভেরিয়েন্টের দাম প্রায় ₹৩১,৯৯৮। এখানে রয়েছে ৭০০০mAh ব্যাটারি এবং ১২০W ফাস্ট চার্জিং, যা ১৯ মিনিটে ৫০% চার্জ করতে পারে অন্তত কোম্পানির কথায়।

চমক আরও আছে। AMOLED ডিসপ্লে, ৫৫০০ নিটস পিক ব্রাইটনেস, ১৪৪Hz রিফ্রেশ রেট যা খুব কম ফোনেই পাওয়া যায়। এছাড়া থাকছে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা।

Realme GT 7

যারা চাইছেন একটু বেশি স্টোরেজ, তাদের জন্য Realme GT 7 হতে পারে দারুণ অপশন। ৮ জিবি র‍্যাম আর ২৫৬ জিবি স্টোরেজসহ ফোনটির দাম প্রায় ₹৩৯,৯৯৮। ব্যাটারিও ৭০০০mAh, আর ফাস্ট চার্জিং এখানেও ১২০W। এখানেই না থেমে, ১৫ মিনিটেই ৫০% চার্জ এটা সত্যিই দ্রুত।

প্রসেসরের দিক থেকে রয়েছে Dimensity 9400e, আর ডিসপ্লে হলো ৮T LTPO যার পিক ব্রাইটনেস ৬০০০ নিটস! তাছাড়া IP69 রেটিং থাকায় ফোনটি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্টও।

সব মিলিয়ে বলতে গেলে, ৭০০০mAh ব্যাটারির এই ফোনগুলো শুধু লম্বা ব্যাটারি ব্যাকআপই নয়, স্পেসিফিকেশনেও বেশ শক্তিশালী। তবে কোনটা আপনার জন্য সেরা হবে, সেটা আপনার প্রাধান্য অনুসারেই বেছে নেওয়া উচিত গেমিং, ক্যামেরা, ডিসপ্লে না ব্যাটারি? সিদ্ধান্তটা কিন্তু আপনার।

Previous Post Next Post