দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিন শেষে নিজেদের দাপটটা আরও পাকাপোক্ত করল। রোববার দিনের খেলা শেষ হওয়ার সময় প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৪৯ রান তুলে ফেলেছে, ফলে তাদের লিড দাঁড়িয়েছে ২১৬ রানে। ক্রিজে তখন ছিলেন ওপেনার টোনি ডি জর্জি (২২) এবং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার (২৫)।
এর আগে, জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায়। প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংস আগের দিনই ৯ উইকেটে ৪১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়।
জিম্বাবুয়ের হয়ে একমাত্র লড়াইটা করেন শন উইলিয়ামস। তিনি ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ১৬টি বাউন্ডারি। তবে দুঃখজনকভাবে, উইলিয়ামসের পাশে প্রায় কেউ দাঁড়াতে পারেননি। অধিনায়ক ক্রেগ আরভিন ৩৬ রান করলেও তা বড় রানের ভিত্তি গড়ার জন্য যথেষ্ট ছিল না। শেষমেশ উইলিয়ামসকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার অস্থায়ী অধিনায়ক কেশব মহারাজ, যিনি ৩ উইকেট নেন ৭০ রানের বিনিময়ে।
ভিয়ান মুল্ডারও বল হাতে ছিলেন কার্যকরী। তিনি ১৬ ওভারে মাত্র ৫০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন।
এর মাঝে শনিবার ইতিহাস গড়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিভা লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। তিনি পুরুষ টেস্ট ক্রিকেটে ১৫০ রান করার দিক থেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান রেকর্ড বইয়ে শুধু প্রতিভা নয়, সাহসিকতাও দেখিয়েছেন বলা চলে।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর এই প্রথম জিম্বাবুয়ের মাটিতে কোনো টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবেশী দেশের মাঠে ফিরে এসে তারা যেন নিজেদের আধিপত্য নতুন করে প্রমাণের পথে হাঁটছে। ম্যাচ এখন স্পষ্টভাবে তাদের নিয়ন্ত্রণে, তবে ক্রিকেট তো অবস্থার মোড় ঘুরে যেতে সময় লাগে না।