এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে ভাঙা ব্যাট নিয়ে রাগলেন সিরাজ, পরে হেসেও ফেললেন

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হতে চলেছে বুধবার থেকে এজবাস্টনে। তবে তার আগেই অনুশীলন সেশনে ঘটে গেল একটা ছোট্ট কিন্তু মজার ঘটনা যার কেন্দ্রে ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।



প্র্যাকটিস চলাকালীন সিরাজের নজরে আসে, তার ব্যাটটা ভেঙে গেছে। সেটা দেখেই বেশ বিরক্তি প্রকাশ করেন তিনি। তবে ঠিক কতটা সত্যিই রেগে ছিলেন আর কতটা মজা করছিলেন সেটা বোঝা মুশকিল, কারণ কিছুক্ষণ পরেই তাকে হাসতেও দেখা যায়। ‘টাইমস অফ ইন্ডিয়া’ একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে সিরাজকে হাতে ব্যাট নিয়ে জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে, “আমার ব্যাট কিভাবে ভাঙলো? কে ভাঙলো এটা?”

ভিডিওতে দেখা যাচ্ছে, নেট প্র্যাকটিস চলছে পেছনে, আর সিরাজ আশপাশে থাকা খেলোয়াড়দের দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। যদিও তিনি কাকে ঠিক প্রশ্ন করছেন, সেটি স্পষ্ট নয়। এমনকি কিছুটা গম্ভীর মুখে কারও দিকে তাকিয়ে ছিলেন বলেও মনে হচ্ছে যেন উত্তর না পাওয়া পর্যন্ত ছাড়বেন না। তবে ওই দৃশ্যের শেষ দিকে সিরাজের মুখে একটা হাসিও ফুটে ওঠে, যেটা পুরো পরিস্থিতিকে খানিকটা হালকা করে দেয়।

এই সিরিজে ভারত এখন ১-০ ব্যবধানে পিছিয়ে। লিডসে খেলা প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে গিয়েছে রোহিত শর্মার দল। ফলে দ্বিতীয় টেস্টটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলের লক্ষ্য এবার সিরিজে ঘুরে দাঁড়ানো, আর সেটার জন্য প্রয়োজন হবে শক্তিশালী বোলিং পারফরম্যান্স।

এই ম্যাচে মোহাম্মদ সিরাজের ওপর বাড়তি দায়িত্ব থাকবে, কারণ জসপ্রীত বুমরাহর খেলা এখনও নিশ্চিত নয়। সিরাজ যদি নিজের সেরা ফর্মে থাকেন, তাহলে ভারতের জয়ের সুযোগ তৈরি হতেই পারে। তবে, ব্যাট না ভাঙে এইটুকু আশা করাই যায়!

Previous Post Next Post