WhatsApp-এ এল নতুন ফিচার, এবার তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই স্ক্যান হবে ডকুমেন্ট

WhatsApp তার ব্যবহারকারীদের জন্য প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম নয়। অ্যাপটিতে যুক্ত হয়েছে এমন একটি ফিচার, যার জন্য এতদিন ইউজারদের আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপের উপর নির্ভর করতে হতো। এবার থেকে WhatsApp দিয়েই সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে PDF বানানো যাবে হ্যাঁ, একদম অ্যাপের ভেতর থেকেই।



বিশ্বস্ত সূত্র WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp এখন অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য স্ক্যানিং ফিচারটি চালু করেছে। এর ফলে ব্যবহারকারীরা এখন সরাসরি ফোনের ক্যামেরা ব্যবহার করে অ্যাপ থেকেই যেকোনো কাগজ বা ডকুমেন্ট স্ক্যান করে সেটিকে PDF আকারে সেভ করতে পারবেন। এটা iOS ব্যবহারকারীদের জন্য আগে থেকেই ছিল, তবে অ্যান্ড্রয়েড ইউজাররা এই ফিচারটির জন্য অপেক্ষায় ছিলেন অনেকদিন। সেই অপেক্ষার অবসান হলো এবার।

রিপোর্ট বলছে, অ্যান্ড্রয়েডের WhatsApp Beta ভার্সন 2.25.18.29-এ এই ফিচারটি প্রথম দেখা গিয়েছিল। তবে এখন এটি ধীরে ধীরে আরও বেশি বিটা ইউজারের কাছে রোলআউট করা হচ্ছে। যারা গুগল প্লে স্টোর থেকে সর্বশেষ আপডেট ইন্সটল করেছেন, অনেকেই ইতিমধ্যেই নতুন এই ফিচার পাচ্ছেন বলে জানিয়েছেন।

কীভাবে কাজ করে নতুন ফিচারটি?

হালকা বদল এসেছে অ্যাটাচমেন্ট মেনুতেও। এখন ‘ডকুমেন্ট ব্রাউজ’ বা ‘গ্যালারি থেকে ছবি বাছাই’-এর পাশাপাশি এসেছে নতুন একটি অপশন—‘স্ক্যান ডকুমেন্ট’। এই অপশনে ক্লিক করলেই ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং লাইভ প্রিভিউ দেখাবে। আপনি ডকুমেন্টটি ঠিকভাবে ফ্রেমে ধরেছেন কিনা, সেটাও গাইড করবে।

এছাড়া থাকছে দুটো ভিন্ন মোড ‘ম্যানুয়াল’ এবং ‘অটো ক্যাপচার’। ম্যানুয়াল মোডে আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন কোন অংশটা স্ক্যান করবেন। আর অটো ক্যাপচারে, অ্যাপ নিজে থেকেই ডকুমেন্টের বর্ডার চিহ্নিত করে পুরোটা স্ক্যান করে ফেলবে, একদম অটোমেটিক।

ডকুমেন্ট স্ক্যান হয়ে গেলে WhatsApp সঙ্গে সঙ্গে সেটিকে প্রসেস করে PDF ফাইলে রূপান্তর করবে। এরপর আপনি চাইলে সহজেই সেই ফাইলটি কাউকে পাঠিয়ে দিতে পারবেন।

এক কথায়, যারা নিয়মিত স্ক্যান করে PDF পাঠাতে হয় এমন কাজে যুক্ত তাদের জন্য দারুণ একটা সংযোজন এটা। এখন শুধু অপেক্ষা, কবে সবার জন্য ফিচারটি উন্মুক্ত হবে।


Previous Post Next Post