কম খরচে নতুন টিভি কেনার কথা ভাবছেন? কিংবা চোখ রাখছেন দামের ওপর কোনো বড় অফারের আশায়? তাহলে আপনার জন্য দারুণ খবর রয়েছে। এখন অফার ছাড়াই বাজারে তিনটি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে ৭ হাজার টাকারও কম দামে। সবচেয়ে সস্তা মডেলটির দাম মাত্র ৫,১৯৯ টাকা! দাম যতই কম হোক, ফিচার কিন্তু একেবারে কমপ্লেন করার মতো নয়—চমৎকার ডিসপ্লে, পাওয়ারফুল সাউন্ড আর কিছু মডেলে তো ১৮ মাস পর্যন্ত ওয়ারেন্টিও মিলছে। দেখে নেওয়া যাক কোন কোন টিভি রয়েছে এই তালিকায়।
XElectron 24STV – দাম: ₹৫১৯৯ (২৪ ইঞ্চি HD Ready LED TV)
যারা একেবারে বাজেটের মধ্যে একটা টিভি খুঁজছেন, তাদের জন্য XElectron 24STV এক কথায় দুর্দান্ত। অ্যামাজনে এই টিভিটি মাত্র ₹৫১৯৯ দামে বিক্রি হচ্ছে। এতে রয়েছে ২৪ ইঞ্চির HD Ready ডিসপ্লে (1366 x 768 পিক্সেল) যার রিফ্রেশ রেট ৬০Hz। ভিউইং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি মানে ঘরের যেকোনো কোণ থেকে দেখলেও অসুবিধা হবে না। সাউন্ড? ২০ ওয়াটের আউটপুট, সাথে ডলবি অডিও সাপোর্ট, তাই সিনেমা বা গেমিং-এ মজা দ্বিগুণ। কনেক্টিভিটির জন্য আছে ১টি HDMI এবং ২টি USB পোর্ট। ওয়ারেন্টি ১ বছরের।
Kodak 24SE5002 – দাম: ₹৫৯৯৯ (২৪ ইঞ্চি HD Ready Smart TV)
এই টিভিটি দেখতে যেমন স্লিক, ফিচারেও তেমনি স্মার্ট। Kodak-এর এই স্পেশাল এডিশন স্মার্ট টিভিটি পাচ্ছেন মাত্র ₹৫৯৯৯-এ। ২৪ ইঞ্চির HD Ready ডিসপ্লে, ৬০Hz রিফ্রেশ রেট সবই থাকছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে, এতে Linux OS চলায় ইন-বিল্ট WiFi ও Miracast ব্যবহার করা যায়। RAM রয়েছে ৫১২MB, সাথে ৪GB স্টোরেজ। সাউন্ড আউটপুট ২০ ওয়াট, সাথে থাকছে সারাউন্ড সাউন্ড ফিচার। এক বছর ওয়ারেন্টি তো থাকছেই।
VW 24C3 – দাম: ₹৬৯৯৯ (২৪ ইঞ্চি Frameless HD Ready Smart TV)
যারা একটু স্টাইলিশ, বেজেল-লেস ডিজাইনের টিভি খুঁজছেন, তাদের জন্য VW-এর এই মডেলটা দারুণ অপশন। দাম ₹৬৯৯৯। HD Ready ডিসপ্লে (1366 x 768), ৬০Hz রিফ্রেশ রেট, আর সবচেয়ে চমকপ্রদ দিক ২৫ ওয়াটের বক্স স্পিকার ও স্টেরিও সারাউন্ড সাউন্ড! বলাই যায়, সাউন্ড নিয়ে কোনো আপস করেনি VW। ওয়ারেন্টি মিলছে ১৮ মাসের।