এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় অধিনায়ক শুভমন গিল নিজের ব্যাটিং দিয়ে একসঙ্গে একাধিক রেকর্ড ভেঙে দিলেন। প্রথম ইনিংসে ২৬৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন গিল যা শুধু দলের জন্য নয়, ব্যক্তিগত মাইলফলক হিসেবেও বিশাল। এই ইনিংসের সুবাদে তিনি হয়ে গেলেন SENA দেশগুলো (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান ব্যাটার। একই সঙ্গে তিনি ভারতের হয়ে কোনো অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক।
এখানেই থেমে থাকেনি গিলের কীর্তি। এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি ঢুকে পড়েছেন সেই ছোট্ট তালিকায়, যেখানে এমন কিছু ক্রিকেটার আছেন যারা টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই শতক করেছেন। ভারতীয় হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেছেন মাত্র চারজন। একজন বিদেশিও এই তালিকায় আছেন। এবার দেখে নেওয়া যাক সেই নামগুলো-
শুভমন গিল
২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে ২০৮ রানের ইনিংস খেলে গিল ভারতের সবচেয়ে কম বয়সী ডাবল সেঞ্চুরিয়ান হন ওয়ানডেতে। আর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২৬৯ রানের ইনিংস খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। খুব অল্প সময়েই তিনি নিজেকে ভারতের অন্যতম সেরা উদীয়মান ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আর এখন তো বলাই যায় অধিনায়ক হিসেবেও দারুণ শুরু।
ক্রিস গেইল
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম বিদেশি ক্রিকেটার হলেন ক্রিস গেইল। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন মাত্র ১৪৭ বলে। টেস্টেও তাঁর দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে ৩১৭ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর ৩৩৩ রান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ব্যাট হাতে তাঁর আগ্রাসন বরাবরই ভয়ংকর।
রোহিত শর্মা
রোহিতের নাম এলেই চোখে ভাসে তার ২০১৪ সালে করা সেই ২৬৪ রানের ইনিংস ওয়ানডেতে আজও যা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি ওয়ানডেতে। টেস্টে যদিও মাত্র একবার এই মাইলফলক ছুঁতে পেরেছেন ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ২১২ রানের ইনিংস খেলেছিলেন।
সচিন তেন্ডুলকার
ক্রিকেটের ‘ঈশ্বর’ সচিন তেন্ডুলকার ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০ রানে অপরাজিত থাকা সেই ইনিংস আজও কিংবদন্তির মর্যাদায়। টেস্টে তাঁর ছয়টি ডাবল সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১ এবং বাংলাদেশের বিরুদ্ধে ২৪৮।
বীরেন্দ্র সহবাগ
সচিনের পর ওয়ানডেতে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি আসে সহবাগের ব্যাট থেকে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রান। টেস্টে তিনি আরও ভয়ংকর ছিলেন পাকিস্তানের বিপক্ষে ৩০৯ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রানের সেই ইনিংস আজও ভুলে যাওয়ার নয়। এমনকি, আরও কয়েকবার টেস্টে ২০০-র গণ্ডি পেরিয়েছেন তিনি।
সব মিলিয়ে, শুভমন গিল এখন এক অভিজাত ক্লাবের সদস্য, যেখানে ঢুকতে গেলে লাগে ব্যাটিং দক্ষতার সঙ্গে সময়োপযোগী ধৈর্য আর আত্মবিশ্বাস আর গিল সেটা এজবাস্টনে ভালোভাবেই দেখিয়ে দিলেন। ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, ভারতীয় ক্রিকেট পাবে আরেকজন দীর্ঘমেয়াদী কিংবদন্তি।