১৪ বছরের বৈভবের ঝড়ো সেঞ্চুরি, ইউথ ওডিআই-তে একাধিক রেকর্ড ভেঙে ভারতের দুর্দান্ত জয়

১৪ বছরের বৈভব সূর্যবংশী যিনি আইপিএলে পা রাখার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ঘুরছে তাঁর নাম। প্রথম থেকেই যেভাবে আগ্রাসী ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের রীতিমতো নাজেহাল করছেন, তা চোখে পড়ার মতো। এবার ইংল্যান্ডের মাটিতেও সেই ছাপ রেখে গেলেন এই কিশোর ব্যাটার।



বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন বৈভব। খেলছেন পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ। শুরুতে তিনটি ম্যাচে (৪৮, ৪৫ ও ৮৬ রান) ভালো শুরু করলেও, সেসব ইনিংস বড় করতে পারেননি। তবে চতুর্থ ম্যাচে এসে যেন সব রাগ একসঙ্গে উগরে দিলেন। মাত্র ৭৮ বলে করলেন ১৪৩ রান! তাতেও থামলেন না ১৩টি চার আর ১০টি বিশাল ছক্কা মেরে কার্যত একাই নিয়ে গেলেন ম্যাচ।

এই ইনিংসের মধ্য দিয়ে বৈভব গড়লেন একাধিক নজির। পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ডকে ভেঙে ইউথ ওয়ানডেতে দ্রুততম শতরানের মালিক এখন তিনিই। এখানেই শেষ নয়, সবচেয়ে কম বয়সে এই ফরম্যাটে সেঞ্চুরি করা ভারতীয় হিসেবেও নাম লেখালেন বৈভব। এর আগে ২০১৩ সালে সারফরাজ খান ১৫ বছর ৩৩৮ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এবার বৈভব সেই রেকর্ডকে দশ বছরের পুরনো ইতিহাসে পরিণত করলেন।

আন্তর্জাতিক যুব ওয়ানডে ক্রিকেটের হিসেবেও বৈভব এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ২০১৩ সালে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন, সেটা এখন অতীত। বৈভবের এই কীর্তি নিঃসন্দেহে ভবিষ্যতের তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে যদিও সামনে এখনও অনেক পথ বাকি।

এই ম্যাচে অবশ্য একা বৈভব নন, ভারতের হয়ে ঝড় তুলেছেন বিহান মালহোত্রাও। তাঁর ব্যাট থেকে এসেছে ১২৯ রানের ইনিংস। ফলে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৯ উইকেটে ৩৬৩ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড থামে ৩০৮ রানে। ৫৫ রানের দাপুটে জয় তুলে নেয় ভারত, আর সঙ্গে সিরিজে ৩-১ ব্যবধানে অপরাজেয় লিডও নিশ্চিত হয়ে যায়।

এই সিরিজ আর বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স অনেক প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। এমন এক প্রতিভা, যাকে ঠিকভাবে গড়ে তুলতে পারলে ভারতীয় ক্রিকেট পাবে আরেকজন ম্যাচ উইনার। এখন শুধু সময়ের অপেক্ষা।

Previous Post Next Post