লর্ডসে ফিফটির পর ইতিহাসে নাম লেখালেন কেএল রাহুল, পেছনে ফেললেন শেহবাগ-অনোয়ারকে

ভারতের ওপেনার কেএল রাহুল ইংল্যান্ড সফরে দারুণ ছন্দে আছেন। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে আবারও তিনি প্রমাণ করলেন কেন তাঁকে বড় ম্যাচের ব্যাটার বলা হয়। ইংল্যান্ডের মাটিতে, ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে তিনি তুলে নিলেন আরেকটি অর্ধশতক। আর এই ফিফটির হাত ধরেই রাহুল ঢুকে পড়েছেন এক বিশেষ ক্লাবে, যেখানে তাঁর আগে জায়গা পেয়েছেন কেবল দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও দিমুথ করুণারত্নে।
এই ইনিংস ছিল টেস্ট ক্রিকেটে রাহুলের ১৯তম হাফ-সেঞ্চুরি। কিন্তু যে তথ্যটা সবচেয়ে চমকপ্রদ, তা হলো SENA দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) ওপেনার হিসেবে এটি ছিল তাঁর ১১তম ৫০-প্লাস স্কোর। আর এতেই তিনি পেছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের সাঈদ অনোয়ার ও ভারতেরই বীরেন্দ্র শেহবাগকে। অনোয়ার ও শেহবাগ, দুজনেরই এই তালিকায় ছিল ১০টি করে ইনিংস। রাহুল এখন তাঁদের ছাড়িয়ে উঠে এসেছেন তিন নম্বরে।
তালিকার শীর্ষে আছেন সুনীল গাভাস্কার, SENA দেশগুলোতে ওপেনার হিসেবে তাঁর ১৯টি ৫০-প্লাস ইনিংস। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে, তাঁর সংখ্যা ১২। এবার তাঁদের পেছনে দাঁড়িয়ে, রাহুল আরও ওপরে ওঠার পথে।
এশিয়ান ওপেনারদের মধ্যে SENA দেশগুলোতে সবচেয়ে বেশি ৫০-প্লাস ইনিংস:
-
১৯ – সুনীল গাভাস্কার
-
১২ – দিমুথ করুণারত্নে
-
১১ – কেএল রাহুল*
-
১০ – বীরেন্দ্র শেহবাগ
-
১০ – সাঈদ অনোয়ার
-
১০ – তামিম ইকবাল
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৫। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৮৭ রানের জবাবে এখনও ২৪২ রানে পিছিয়ে ভারত। রাহুল যদি এই ইনিংসকে শতকে পরিণত করতে পারেন, তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে একেবারেই। পরিস্থিতি এখনও কঠিন, তবে রাহুলের ব্যাটে ভরসা রাখতেই পারে ভারত। এক্ষেত্রে, এটি শুধু আরেকটা ফিফটি থাকবে না লর্ডসের ইতিহাসে আরও একটি মনে রাখার মত মুহূর্ত হয়ে যাবে।