Nothing Phone 3 আনুষ্ঠানিকভাবে ১ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। তবে নতুন ফোনটি আসার আগেই, পুরোনো মডেল অর্থাৎ Nothing Phone 2 নিয়ে এসেছে এক বিশাল অফারের সুযোগ। Amazon-এ এখন এই ফোনটি পাওয়া যাচ্ছে প্রায় ১৭ হাজার টাকার কম দামে, যা শুনলেই চোখ কপালে ওঠে।
লঞ্চের সময় 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম ছিল ₹44,999। অথচ এখন সেটি লিস্টেড রয়েছে মাত্র ₹27,997 টাকায়। শুধু তাই নয়, সঙ্গে থাকছে এক্সচেঞ্জ এবং ব্যাংক অফারের সুবিধাও যা ব্যবহার করলে ফোনটির দাম আরও কমে যেতে পারে।
এবার প্রশ্ন, তাহলে কেমন ফোন এই Nothing Phone 2? একটু দেখে নেওয়া যাক
স্ক্রিন বড়, ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দুর্দান্ত
এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১ হার্টজ থেকে শুরু করে ১২০ হার্টজ পর্যন্ত পৌঁছায়। টাচ স্যাম্পলিং রেট 240Hz এবং HDR10+ সাপোর্ট-সহ চোখের জন্যও স্বস্তির (SGS Low Blue Light)।
পারফরম্যান্সেও পিছিয়ে নেই
ভিতরে রয়েছে Qualcomm-এর 4nm Snapdragon 8+ Gen 1 চিপসেট, Adreno 730 GPU সহ। র্যাম ১২ জিবি পর্যন্ত, আর ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফলে গেমিং হোক বা মাল্টিটাস্কিং সবটাই চলে মসৃণভাবে।
ক্যামেরা বিভাগও বেশ জোরদার
রিয়ার ক্যামেরায় রয়েছে ডুয়াল সেটআপ—প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের, Sony IMX890 সেন্সর সহ। আর একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সরও আছে Samsung-এর। OIS ও EIS সাপোর্টও রয়েছে, ফলে ভিডিও বা ছবি তুলতে হাত কাঁপলেও খুব একটা সমস্যা হয় না। ফ্রন্টে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেলফির জন্য।
ব্যাটারিতে ভালো ব্যাকআপ
4,700mAh ব্যাটারির সঙ্গে দ্রুত চার্জিংয়ের সুবিধা তো আছেই, সঙ্গে IP54 রেটিংও আছে মানে ধুলো আর সামান্য জল লাগলে ভয় নেই।
সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য?
এর পিছনের 'Glyph Interface' একটা LED স্ট্রিপ প্যানেল যা ফোন বাজলে, চার্জিং চলাকালীন বা নোটিফিকেশনের সময় আলাদা স্টাইলে আলো দেয়। দেখতে যেমন চমকপ্রদ, ব্যবহারেও ততটাই কাজের।
সত্যি বলতে, নতুন Nothing Phone 3 বাজারে এলেও, যারা সাশ্রয়ের মধ্যে ভালো পারফরম্যান্স চান, তাদের জন্য এখনকার Nothing Phone 2 অফারটা সত্যিই লোভনীয়। কতদিন থাকবে এই ডিল, বলা মুশকিল তাই ভাবলে দেরি না করাই ভালো।