ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়, দীর্ঘ ক্রিকেটজীবনে বিশ্বকাপ জয়ের স্বাদ কখনোই পাননি। খেলোয়াড় হিসেবে যা অধরা ছিল, সেটাই পূরণ হলো প্রধান কোচের ভূমিকায় এসে। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর অবশেষে দ্রাবিড়ের হাতে উঠল সেই কাঙ্ক্ষিত ট্রফি।
তবে খুব সহজে এই মুহূর্তটা ধরা দেয়নি। আসলে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারার পর দ্রাবিড় নাকি কোচের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। এই তথ্য সামনে আনলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি জিও-হটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, “দ্রাবিড় ভাই চেয়েছিলেন চলে যেতে। আমরা তখন বুঝিয়েছিলাম, সামনে মাত্র ছ’মাস পর আরেকটা বিশ্বকাপ আছে। এতদূর এসেছি, আরেকবার চেষ্টা করা যাক। তিনি রাজি হয়েছিলেন—আর আমি খুব খুশি যে উনি থেকেছিলেন। আমি নিশ্চিত, এখন তিনিও মনে করেন সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।”
রোহিতের কথায় উঠে এল আরও একটি ব্যক্তিগত মুহূর্তের আবেগ। তিনি বলেন, “আমার আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শুরুটা এই ফরম্যাটেই, ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে। তখন ধোনির নেতৃত্বে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর ২০২৪ সালে সেই একই ট্রফি হাতে তোলা কিছুটা যেন পূর্ণতা পেল। এটা একেবারেই আবেগঘন মুহূর্ত।”
চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত স্মরণ করে রোহিত বলেন, “বার্বাডোজ আমার রক্তে মিশে থাকবে। এই জয়টাই আমার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত। আমরা অনেক কষ্ট করেছি, অনেকবার ভেঙে পড়েছি। খুব কাছাকাছি গিয়েও হেরে গেছি। এবার দিনরাত এক করে প্ল্যান করেছি, কঠোর পরিশ্রম করেছি। যখন জয় এল, আবেগ বাঁধ মানেনি।”
বিশেষ করে তরুণদের কথা তুলে ধরে তিনি বলেন, “যাঁরা প্রথমবার বিশ্বকাপে খেলেছে, ওরা বুঝেছে- এই ট্রফি জেতা কতটা কঠিন। কিছুই হালকাভাবে নেওয়া যায় না। এটা একদম জাদুকরী ছিল।”
দলের এই জয় শুধু একটি ট্রফি জয় নয়, বরং বহু বছরের পরিশ্রম, ত্যাগ আর প্রতিজ্ঞার এক অনন্য ফল। আর দ্রাবিড়? তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর অধ্যায়টা শেষমেশ খুঁজে পেলেন কোচের ভূমিকাতেই।