আগামীকাল, ১ জুলাই, ভারত ও ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তবে তার আগেই ইংল্যান্ড শিবিরে ঝটকা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
প্রথম ম্যাচে ধীরগতির ওভার রেটের দায়ে ইংল্যান্ড দলকে ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। ম্যাচে তারা ২০ ওভার সম্পূর্ণ করার জন্য নির্ধারিত সময়সীমা লঙ্ঘন করেছিল দুটি ওভার কম বলায় এই শাস্তি দেয়া হয়। এই সিদ্ধান্ত নিয়েছেন এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি হেলেন প্যাক।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, "আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং না করতে পারলে প্রতিটি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ করে জরিমানা ধার্য হয়।"
এ ক্ষেত্রে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি, কারণ ইংল্যান্ড দলের অধিনায়ক ন্যাট সাইভার-ব্রান্ট শাস্তি মেনে নিয়েছেন এবং দায় স্বীকার করেছেন। অভিযোগ তুলেছিলেন চতুর্থ আম্পায়ার আনা হ্যারিস, তৃতীয় আম্পায়ার সু রেডফার্ন, এবং দুই মাঠ আম্পায়ার জেমস মিডলব্রুক ও জ্যাকলিন উইলিয়ামস।
ম্যাচের পারফরম্যান্সের দিকেও নজর দেওয়া যাক। টস জিতে ইংল্যান্ড প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। আর ভারতের ওপেনার স্মৃতি মন্ধানা যেন ঠিক সেদিনই রেকর্ড বইতে নিজের নাম লেখানোর মুডে ছিলেন। তিনি মাত্র ৬২ বলে ১১২ রানের এক দুরন্ত ইনিংস খেলেন, যা তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। এই সেঞ্চুরির হাত ধরে ভারত দল তুলেছিল ২১০ রান।
উত্তর দিতে নেমে ইংল্যান্ড দল পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। ১৪.৫ ওভারেই মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় তারা। ৯৭ রানের এই হারের পর ধীরে বল করার জরিমানা দুই দিক থেকেই একটা কঠিন দিন কেটেছে ইংল্যান্ডের জন্য।
এই হারে সিরিজে এখন ভারত এগিয়ে ১-০ তে। এখন দেখার বিষয়, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড কীভাবে ঘুরে দাঁড়ায়।