চুপিচুপি বাজারে এল Infinix Hot 60i, দাম ১০ হাজার টাকারও কম

নতুন ফোন নিয়ে কোনো জাঁকজমক প্রচার ছাড়াই চুপিসারে বাজিমাত করেছে Infinix। হ্যাঁ, কোম্পানির Hot 60 সিরিজের প্রথম স্মার্টফোন Infinix Hot 60i ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেছে। দেখতে অনেকটা আগের Infinix Hot 50i-এর মতো হলেও, এই মডেলে কিছু আপডেট টেক স্পেসিফিকেশন চোখে পড়ে।



ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির ফুল-এইচডি+ আইপিএস LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। ব্রাইটনেসও বেশ ভালো ৮০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যায়, তাই রোদেও স্ক্রিন দেখা বেশ স্বচ্ছন্দ হবে।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি এসেছে MediaTek Helio G81 Ultimate চিপসেট সহ, যেটি ১২ ন্যানোমিটার প্রসেসে তৈরি। এর সঙ্গে ৬ বা ৮ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে এক্সপ্যান্ডেবল মেমোরির সুযোগ তো থাকছেই।

ক্যামেরা সেটআপেও খুব খারাপ নয় রেয়ার সাইডে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (f/1.8 অ্যাপারচার সহ), সঙ্গে ২ মেগাপিক্সেলের সাপোর্টিং ক্যামেরা। সেলফির জন্য সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f/2.0।

ব্যাটারিও যথেষ্ট শক্তিশালী ৫১৬০ mAh এর বড় ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ইউএসবি টাইপ-সি পোর্টে চার্জ হয় এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। অন্যদিকে কানেক্টিভিটির দিক থেকে পাওয়া যাবে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5, NFC ও GPS/A-GPS-এর মতো ফিচার।

বাংলাদেশে এই ফোনের বেস ভ্যারিয়েন্ট (৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) এর দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৮০০ টাকা। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ টাকা, যা প্রায় ১১,৫০০ টাকার মতো পড়ে।

ফোনটি এখন MobileDokan নামে একটি স্থানীয় রিটেল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কালার অপশনে আছে Sleek Black ও Titanium Grey। তবে এখনো ভারত বা অন্য কোনো দেশের বাজারে এই ফোন কবে আসবে, সে বিষয়ে কোম্পানি কিছু বলেনি। তাই অপেক্ষা করাই একমাত্র উপায়।

Previous Post Next Post