এয়ারটেল আর জিও ভারতের টেলিকম দুনিয়ার দুই বড় খেলোয়াড়। ইউজার ধরতে কার কৌশল কেমন হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে লড়াই কম যায় না। কম দামে বেশি সুবিধা দেওয়ার জন্য সাধারণত জিওর নামই উঠে আসে, কিন্তু কিছু নির্দিষ্ট পোস্টপেড প্ল্যানে এয়ারটেলও যে ঠিক জিওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তা বলাই যায়।
ঠিক যেমনটা ঘটেছে এয়ারটেলের ₹১৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রে। এই প্ল্যানটির সোজাসুজি প্রতিদ্বন্দ্বী জিওর ₹১৫৪৯ টাকার প্ল্যান। দাম একটু কম হলেও, অফার কিন্তু মোটেও কম নয়। বরং কিছু ক্ষেত্রে একটু বেশিই বলা চলে।
এয়ারটেলের ₹১৩৯৯ প্ল্যানে আপনি পাচ্ছেন একটি রেগুলার সিমের সঙ্গে তিনটি অতিরিক্ত ফ্যামিলি সিম একেবারে ফ্রি। মোট ডেটা ২৪০ জিবি যার মধ্যে মূল ব্যবহারকারীর জন্য ১৫০ জিবি আর প্রতিটি অ্যাড-অন সিমের জন্য ৩০ জিবি করে। আনলিমিটেড কলিং আর এসএমএস তো থাকছেই।
কিন্তু প্ল্যানের আসল চমক তার বিনামূল্যে দেওয়া সাবস্ক্রিপশনগুলো। এই অফারে আপনি পাচ্ছেন নেটফ্লিক্স বেসিকের ফ্রি সাবস্ক্রিপশন, সঙ্গে ছয় মাসের জন্য অ্যামাজন প্রাইম, এক বছরের জন্য ডিজনি+ হটস্টার। এতেই শেষ নয় অ্যাপল টিভি+, অ্যাপল মিউজিক আর গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ (১০০ জিবি) এর সুবিধাও যুক্ত আছে। এছাড়াও থাকছে Airtel Xstream Play Premium।
এই প্ল্যানের সুবিধাগুলো দেখলে বোঝা যায়, ₹১৫০ কমে এয়ারটেল কীভাবে জিওকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। ফ্যামিলি প্যাকের কথা ভাবলে, এবং বিনোদনের দিকটা মাথায় রাখলে এই প্ল্যান যে অনেককেই টানবে, তা বলাই যায়।
তবে শেষ কথা হলো যে প্ল্যানটা কার জন্য ভালো, সেটা নির্ভর করছে ব্যক্তিগত চাহিদার উপর। কেউ ডেটা বেশি চান, কেউ চ্যানেল বা অ্যাপ অ্যাক্সেস। কাজেই, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ঠান্ডা মাথায় ভাবাটাই ভালো।