এজবাস্টনে উত্তেজনার তুফান, তৃতীয় দিনের শেষে ভারতের দখলে ম্যাচের রাশ

এজবাস্টনে চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের দিকেই হেলে রয়েছে ম্যাচের পাল্লা। প্রথম ইনিংসে ভারতের বিশাল ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৪০৭ রানে। ফলে ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া, এবং দিনের শেষে ১ উইকেট হারিয়ে তুলেছে ৬৪ রান। এখন পর্যন্ত ভারতের মোট লিড দাঁড়িয়েছে ২৪৪ রান।



তবে দিনের সবচেয়ে চর্চিত মুহূর্তটা আসে ভারতীয় ইনিংসের অষ্টম ওভারে। যশস্বী জয়সওয়াল, যিনি বেশ ছন্দে ব্যাট করছিলেন, তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার জোশ টাংয়ের এক বলের পরে। কিন্তু ঘটনাটা এখানেই থেমে যায়নি। সিদ্ধান্তে সন্দিহান হয়ে, জয়সওয়াল তৎক্ষণাৎ ব্যাটিং পার্টনার কে. এল. রাহুলের সঙ্গে আলোচনা শুরু করেন রিভিউ নেওয়া উচিত কিনা তা নিয়ে।

সমস্যা শুরু হয় এখানেই ডিআরএস নেওয়ার জন্য বরাদ্দ ১৫ সেকেন্ড সময় পেরিয়ে গেলেও, মাঠের আম্পায়াররা সেটা ধরতে পারেননি। বরং দেরিতে হলেও ডিআরএস গ্রহণ করে নেন তারা। ব্যাপারটা চোখে পড়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের, যিনি সঙ্গে সঙ্গে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। বারবার আম্পায়ারদের বললেও তারা সিদ্ধান্ত বদলাননি। পরিস্থিতি এমন হয় যে, কে এল রাহুলকেও এগিয়ে এসে স্টোকসকে শান্ত করতে দেখা যায়।

অবশেষে বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়, এবং রিপ্লেতে দেখা যায় বল সোজা স্টাম্পে লাগত। সেই অনুযায়ী, আগের সিদ্ধান্ত বহাল থাকে এবং জয়সওয়ালকে প্যাভিলিয়নের পথ ধরতে হয়।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকেই প্রশ্ন তুলেছেন, সময়সীমা পেরিয়ে কীভাবে ডিআরএস মঞ্জুর হল?

দিনের খেলা যখন শেষ হয়, তখন ক্রিজে ছিলেন কে এল রাহুল এবং করুণ নায়ার। ভারতের লিড ২৪৪, এবং চতুর্থ দিনে তারা চাইবে অন্তত দু’সেশন ধরে ব্যাট করে লিডটা ৫০০’র কাছাকাছি নিয়ে যেতে। ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা মাথায় রেখেই হয়তো ভারত এমন নিরাপদ লক্ষ্য দিতে চাইবে।

Previous Post Next Post