ইংল্যান্ড ম্যাচে পরাজয়, কিন্তু বিশ্বরেকর্ড গড়ল ভারতের মেয়েরা

শেষ রানের ব্যবধানে হেরে গেলেও ইতিহাস গড়েছে হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ রানে হারলেও ম্যাচে এমন একটি রেকর্ড হয়েছে, যা এখনও পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটেও কেউ করতে পারেনি।



টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা ছিল দুর্দান্ত সোফিয়া ডঙ্কলি (৭৫) আর উইয়াট-হজ (৬৬) ১৫.২ ওভারে দলকে পৌঁছে দেন ১৩৭ রানে, উইকেট না হারিয়েই। তখন মনে হচ্ছিল স্কোর অনায়াসেই ২০০ পেরিয়ে যাবে। ১২০ বলের ইনিংসে ৯২তম বলে প্রথম উইকেট, মানে রানবন্যা আসবে এটাই স্বাভাবিক।

কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় ধস। দ্রুত রান তুলতে গিয়ে মাত্র ২৫ বলের মধ্যে ৯টি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ভারতীয় বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে আসেন। ১৫.১ ওভারে যেখানে ইংল্যান্ড ছিল ১৩৭/০, সেখানে ১৯.২ ওভারে দাঁড়ায় ১৬৮/৯! এই ৯ উইকেটের পতনের মধ্যেই তিনজন ইংলিশ ব্যাটার রানই করতে পারেননি, আর সাতজন আউট হন সিঙ্গেল ডিজিটে।

অনুরাধা রেড্ডি ও দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন। এই নজিরবিহীন স্পেলটি একটি বিশ্বরেকর্ড তৈরি করেছে পুরুষ বা মহিলা, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দল এর আগে এত কম বলে ৯ উইকেট ফেলতে পারেনি।

শেষ পর্যন্ত ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৭১ রান।

ভারতের জবাবটা ছিল বেশ ভালো শুরুতে। স্মৃতি মন্ধানা (৫৬) ও শেফালি ভার্মা (৪৭) মিলে ৯ ওভারে স্কোরবোর্ডে ৮৫ রান যোগ করেন। কিন্তু এরপর মিডল অর্ডার থেকে বড় সাহায্য না পেয়ে ৫ রানে হেরে যায় দল। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬৬/৫।

তবে সিরিজে এখনো এগিয়ে আছে ভারত, ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে। আগামী ৯ জুলাই ম্যানচেস্টারে চতুর্থ ম্যাচ। ম্যাচটা বেশ জমবে, বলা যায়।

Previous Post Next Post