এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে শুভমন গিল যা করলেন, তা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেবে। ২৬৯ রানের দীর্ঘ ইনিংস খেলে তিনি শুধু ম্যাচের মোড় ঘুরিয়ে দেননি, ভেঙেছেন ছয় বছর আগের এক ঐতিহাসিক রেকর্ডও। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান করেছিলেন বিরাট কোহলি, সেই সময় যা ছিল ভারতের হয়ে টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ইনিংস। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন গিল।
এই ইনিংস শুধু রান সংখ্যার দিক থেকে নয়, মানসিক দৃঢ়তা আর ধৈর্যের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে। একটা ইনিংসে কতটা মনোসংযোগ আর পরিণত ভাবনা দরকার হয়, সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখালেন গিল।
এদিকে, গিলের এই রেকর্ড গড়ার পর অনেকেই খুঁজে দেখছেন ভারতের হয়ে অন্য ফরম্যাটে কে অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ইনিংস খেলেছেন?
T20I-তে এগিয়ে রোহিত শর্মা
ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে, অর্থাৎ T20I-তে অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ইনিংস রোহিত শর্মার। ২০২৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন ‘হিটম্যান’। সে ম্যাচেই তিনি ঘোষণা দেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন। ৬৯ বলে ১১ চার আর ৮ ছক্কায় সাজানো ওই ইনিংস আজও ভক্তদের মনে গেঁথে আছে। রিঙ্কু সিংয়ের (৬৯*) সঙ্গে তাঁর ১৯০ রানের অপরাজিত জুটির পাশাপাশি সেই ম্যাচে দুইবার সুপার ওভারের নাটকীয়তাও অনেকেরই মনে আছে।
ওয়ানডে ফরম্যাটে রেকর্ড সহবাগের
৫০ ওভারের খেলায় অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি এসেছে ‘নজফগড়ের নবাব’ বীরেন্দ্র সহবাগের ব্যাট থেকে। মাত্র ১২টি ওয়ানডে ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন সহবাগ, আর সেখানেই ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝড়ো ২১৯ রানের ইনিংস খেলেছিলেন। এই ইনিংসের মাধ্যমে তিনি শচীন তেন্ডুলকরের পর ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা বিশ্বের দ্বিতীয় ব্যাটার হয়ে ওঠেন। ১৪৯ বলে ২৫টি চার আর ৭টি ছক্কায় ভরপুর ছিল সেই ইনিংস।
সত্যি বলতে, এমন রেকর্ডগুলো শুধু খাতায়-কলমে নয়, ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নেয় স্মৃতি হয়ে থাকে বহুদিন।