এজবাস্টনে মাঠের উত্তেজনা: জাডেজা ও স্টোকসের মধ্যে কথার লড়াই নিয়ে মুখ খুললেন জাডেজা

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে মাঠে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে এবার মুখ খুললেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে ঘটে যাওয়া তীব্র বাকবিতণ্ডার প্রসঙ্গ টেনে জাডেজা জানালেন, ম্যাচ চলাকালীন স্টোকস বারবার আম্পায়ারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন।



জাডেজা বলেন, “ওরা বারবার বলছিল আমি নাকি উইকেটের ডেঞ্জার জোনে দৌড়াচ্ছি, যাতে পিচে দাগ পড়ছে। কিন্তু আমি তো ওই দিক দিয়েই দৌড়াচ্ছিলাম, আর সেখান থেকে বলও করতাম না। তাহলে ইচ্ছে করে এমন করব কেন?”

তবে ঘটনাটা এখানেই থেমে থাকেনি। ম্যাচের প্রথম দিন থেকেই একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছিল, যখন স্টোকস ও ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের মধ্যে এক দফা কথা কাটাকাটি হয়। পরে ক্রিস ওক্সের তরফ থেকে জাডেজার বিরুদ্ধে আম্পায়ারদের কাছে অভিযোগ জানানো হয়, আর সেই সূত্র ধরেই আবার মাঠে নামেন স্টোকস। তখন স্টোকস জাডেজার দিকে ইঙ্গিত করে বলে ওঠেন, “দেখো তুমি কী করেছ, বন্ধু।”

জাডেজা বললেন, “আমার মনোযোগ তখন পুরোপুরি ব্যাটিংয়ে ছিল। আমি রাফ তৈরি করে কী করব? বরং ওরাই তো নিজেদের পেসার দিয়ে পিচ আরও রাফ করে তুলছিল।” তিনি আরও জানান, দ্বিতীয় দিনের শুরুতে যখন পানি চেয়েছিলেন, তখনও ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় মন্তব্য করে বসেন। “আমরা যখন সেট হয়ে যাই, ওরা তখন শুরু করে মাইন্ড গেম। তাতে কিছুটা হলেও বিরক্তি এসেছিল,” বলেন জাডেজা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের এই অলরাউন্ডারের আশা, যদি দলকে ভালো একটা সুযোগ মেলে, তাহলে তারা আগামী দিনে সেরা পারফরম্যান্সটাই তুলে ধরবে। “আমরা ভালো জায়গায় বল করার চেষ্টা করব, আর যতটা সম্ভব ম্যাচে টিকে থাকার চেষ্টা করব,” বলেও জানান তিনি।

এই বিতর্কে কে ঠিক আর কে ভুল, সেটা হয়তো নির্ধারণ করা কঠিন। তবে এজবাস্টনের উইকেটের চারপাশে আবহটা যে ক্রমশ গরম হয়ে উঠছে, সেটা বেশ স্পষ্ট।

Previous Post Next Post