এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল এক কথায় চমকে দিয়েছেন সবাইকে। মাত্র নিজের দ্বিতীয় টেস্টেই, অধিনায়ক হিসেবে 269 রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলে ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। এটা শুধুই তাঁর ব্যক্তিগত কীর্তি নয় ভারতীয় টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর।
বিরাট কোহলির পুরনো রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন গিল। কোহলি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৪ রানে অপরাজিত থেকে এই তালিকার শীর্ষে ছিলেন এতদিন। কিন্তু গিল সেই জায়গাটা দখল করে নিয়েছেন এমন একটা সময়ে, যখন কোহলি আর রোহিত হঠাৎই টেস্ট থেকে বিদায় নিয়েছেন, আর দলের দায়িত্ব পড়েছে এক নবাগত নেতার কাঁধে। একটু চাপে তো ছিলেনই, কিন্তু এমন জবাব দেবেন কে ভেবেছিল?
ভারতের হয়ে অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বড় পাঁচটি ইনিংসের তালিকায় এখন তিন নম্বরেও কোহলি। ২০১৭ সালে দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ২৪৩ রানের ইনিংসটি সেই জায়গায় রয়েছে। চতুর্থ স্থানেও বিরাট, ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে ২৩৫ রান করেছিলেন।
এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। ২০১৩ সালে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ২২৪ রানের ইনিংসটি তখন ছিল এক বিস্ময়কর কীর্তি।
তবে এখন আলোচনার কেন্দ্রে একটাই নাম শুভমন গিল। টেস্ট অধিনায়ক হিসেবে ক্যারিয়ারটা যে কতটা উজ্জ্বল হতে পারে, তার ঝলক যেন এই ইনিংসেই পাওয়া গেল। ভবিষ্যৎ বলবে তিনি কতদূর যেতে পারেন, তবে একটা কথা ঠিক এই ইনিংসটা, ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন থেকে যাবে।