ফিল সিমন্স সাময়িকভাবে দলের বাইরে, লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বর্তমানে দলের সঙ্গে শ্রীলঙ্কায় রয়েছেন, তবে হঠাৎ করেই তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এতে অনেকে ভেবেছিলেন, হয়তো তিনি দায়িত্ব ছাড়ছেন বা বোর্ডের কোনো তলবের জেরে যাচ্ছেন কিন্তু আসলে তা নয়। সিমন্স আপাতত চিকিৎসাজনিত কারণে কিছুদিনের জন্য দলের বাইরে থাকছেন।



ক্রিকবাজ সূত্রে জানা গেছে, তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে লন্ডন যাচ্ছেন এবং ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ, ৮ জুলাই যে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে, সেটিতে তিনি থাকারই সম্ভাবনা বেশি।

তবে যতই বোর্ড বা কর্মকর্তারা বলুন এটি শুধুই ‘মেডিকেল ভিজিট’, কিছু গুঞ্জন থেমে নেই। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে তাঁর কথিত বৈঠকের খবর ছড়িয়েছে, বিশেষ করে দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের প্রেক্ষিতে। তবে সেসব নিয়ে এখনও কিছুই নিশ্চিত নয়।

বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হেরে গেছে। দ্বিতীয় ম্যাচটি হচ্ছে ৫ জুলাই, যেখানে সিমন্স থাকবেন না। তার আগে, দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচটা ড্র হলেও, দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করেছে দল। এরপর থেকে খেলোয়াড়দের ফর্ম, মনোবল সবই যেন এলোমেলো।

যদি বাকি থাকা দুই ওয়ানডের একটিতেও হার হয়, তবে এই সিরিজও যাবে হাতছাড়া। তারপর আবার আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মোট কথা, টানা ব্যর্থতার মধ্যে দল, কোচ যাচ্ছেন মাঝপথে, বোর্ডের চাপ সব মিলিয়ে একরকম অস্থির পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটে।

ফিল সিমন্সের ফেরার পর কী হয় সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন বলেই জানানো হয়েছে।

Previous Post Next Post