দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন শুভমান গিল, বললেন পুরনো ছন্দেই ফিরে গিয়েছি

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অসাধারণ ফর্মে থাকা ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল মনে করছেন, পুরনো ছন্দে ফেরাটাই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি। দ্বিতীয় টেস্টে ৩৮৭ বল মোকাবিলা করে ২৬৯ রানের ম্যারাথন ইনিংস খেলেছেন তিনি যা তাঁকে ইংল্যান্ডে কোনও টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ও প্রথম এশিয়ান অধিনায়কে পরিণত করেছে।



গিল জানিয়েছেন, তিনি চেষ্টা করেছেন একদম সেই পুরনো দিনের মতোই ব্যাটিং করতে যখন তিনি প্রথম ক্রিকেট খেলতে শুরু করেছিলেন। তাঁর কথায়, “এবার আমি রানের দিকে তাকানোর বদলে ব্যাটিং উপভোগ করাটাকে প্রাধান্য দিয়েছি। মনে হয়েছে, সেটাই আমাকে স্বচ্ছন্দ করেছে।”

প্রথম টেস্টেও শতরান করা এই ডানহাতি ব্যাটার বলেন, “গত কিছু ম্যাচে একটা সমস্যা হচ্ছিল ৩০, ৩৫ কিংবা ৪০ করে আউট হয়ে যাচ্ছিলাম। রান হচ্ছিল ঠিকই, কিন্তু ফোকাসটা যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। হয়তো সেটা নিয়েই একটু বেশিই ভাবছিলাম। অনেকে বলে, খুব বেশি মনোযোগ দিলে ঠিক সময়ে মনোযোগটা টেকে না সেই অবস্থাটাই হচ্ছিল বোধহয়।”

আইপিএলের শেষ দিক থেকে নিজের ব্যাটিং টেকনিক নিয়ে যে তিনি আলাদা করে কাজ করেছেন, সেটাও জানিয়েছেন গিল। তাঁর মতে, “আমি মূলত শুরুর মুভমেন্ট নিয়ে কাজ করেছি। আগে মনে হত, ঠিকঠাকই খেলছি, কিন্তু কোথাও যেন প্রবাহটা হারিয়ে যাচ্ছিল।”

এই ম্যাচের প্রসঙ্গে বলতে গিয়ে গিল বলেন, “লিডসে আগের ম্যাচে আমার ব্যাটিং অনেক বেশি সহজ ছিল। এখানে উইকেটটা একটু আলাদা ছিল। আমি ভেবেছিলাম, যদি উইকেট ভালো থাকে আর আমি সেট হয়ে যাই, তাহলে যতটা সম্ভব দীর্ঘ ইনিংস খেলব। মাঝপথে ছেড়ে দেওয়ার কোনও মানে হয় না।”

শেষমেশ, এই ইনিংস যেন তাঁর নিজের সাথেই এক নতুন রকম বোঝাপড়ার প্রতিচ্ছবি। “আমার মনে হয়েছে, রান করার তাড়নাটা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে ব্যাটিংয়ের আসল আনন্দটাই হারিয়ে ফেলেছিলাম,” স্পষ্ট স্বীকারোক্তি গিলের। এবার সেই মজা ফিরে পেয়েই যেন ছন্দটাও নিজের মতো করে ফিরে এসেছেন।

Previous Post Next Post