ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটার এখন ঋষভ পন্ত, ছাপিয়ে গেলেন ভিভ রিচার্ডসকেও

ভারতের তারকাখচিত উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত আবারও নজরে এলেন তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইল নিয়ে। এবার রেকর্ড বইয়ে নিজের নাম তুললেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হিসেবে। হ্যাঁ, এই তালিকায় তিনি পেছনে ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকেও। ক্রিকেট ইতিহাসে এমন মাইলফলক একবারেই ছোট কথা নয়। ছক্কা মারার তালিকায় পন্তের সামনে এখন আর কেউ নেই অন্তত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে।
পন্ত এখন পর্যন্ত ইংলিশ বোলারদের বিপক্ষে মোট ৩৬টি ছক্কা হাঁকিয়েছেন। আগের রেকর্ডধারী ছিলেন ভিভ রিচার্ডস, যিনি ইংল্যান্ডের বিপক্ষে ৩৪টি ছক্কা মেরেছিলেন। রিচার্ডস ছিলেন মাঠে আগুন ছড়িয়ে দেওয়া ব্যাটারদের একজন, তাই তাঁকে টপকে যাওয়া নিঃসন্দেহে পন্তের জন্য এক বড় অর্জন। তবে এটা বলতেই হয়, পন্তের ব্যাটিং স্টাইলও ঠিক তেমনি বেপরোয়া, যেটা ইংলিশ বোলারদের জন্য বারবার মাথাব্যথার কারণ হয়েছে।
এই তালিকায় তৃতীয় নামটি শুনলে অনেকেই অবাক হবেন, নিউজিল্যান্ডের টিম সাউদি। মূলত বোলার হিসেবেই পরিচিত এই ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৩০টি ছক্কা মেরেছেন। একজন বোলার হয়ে এমন ব্যাটিং রেকর্ড, সত্যিই অপ্রত্যাশিত!
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের উদীয়মান তারকা যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। যশস্বীর ব্যাটিংয়ে এক ধরনের ছন্দ এবং সাহস আছে, যেটা তাঁকে ভবিষ্যতের ভয়ঙ্কর ওপেনারদের একজন করে তুলছে।
আর পঞ্চম স্থানে রয়েছেন বর্তমান ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিল, যিনি ইংলিশদের বিরুদ্ধে টেস্টে ২৬টি ছক্কা মেরেছেন। গিলের ব্যাটিং বরাবরই ক্লাসিকাল কিন্তু পরিস্থিতি বুঝে আগ্রাসন দেখাতে যে তিনি পিছপা নন, তার প্রমাণ মিলেছে বারবার।
সব মিলিয়ে, এই তালিকা শুধু ব্যক্তিগত রেকর্ডেরই চিত্র তুলে ধরছে না, বরং বদলে যাওয়া আধুনিক টেস্ট ক্রিকেটের আক্রমণাত্মক মেজাজেরও ইঙ্গিত দিচ্ছে। পন্তের এই অর্জন কি তাঁকে আরও বেশি ধারালো করে তুলবে? সম্ভবত হ্যাঁ, তবে সামনে কঠিন চ্যালেঞ্জগুলোও অপেক্ষা করে আছে।