Major League Cricket: ফের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, বছরে তিনটি খেতাব জয় করে গড়ল ইতিহাস

বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি ভাবতে হয় না মুম্বই ইন্ডিয়ান্স। এবার Major League Cricket (MLC)-এ ২০২৫ সংস্করণে চ্যাম্পিয়ন হয়ে তারা তুলে নিল তাদের ১৩তম টি-টোয়েন্টি ট্রফি। বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি একটা ফ্র্যাঞ্চাইজি এক বছরে তিনটি আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা জিতেছে! ২০২৫ সালে SA20, WPL এবং এবার যুক্তরাষ্ট্রের এই MLC সব মিলিয়ে মুম্বইয়ের ট্রফি ক্যাবিনেট জমজমাট। অন্য যেকোনও ফ্র্যাঞ্চাইজি যেখানে এখনো দশটি ট্রফির ধারে কাছেও পৌঁছাতে পারেনি, সেখানে মুম্বইয়ের এই পরিসংখ্যান নিঃসন্দেহে রেকর্ডগড়ার মতো।

এবার ফাইনালের কথায় আসা যাক। ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিং করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক। শুরুটা ছিল ঝড়ের মতো, প্রথমেই সামনে থেকে নেতৃত্ব দেন কুইন্টন ডি কক। মাত্র ৭৭ রানে ৬টি চার আর ৪টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। যদিও ডি কক ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। তবুও নির্ধারিত ২০ ওভারে দল তুলল ১৮০/৭।

জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম অনেকটা কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা করতে পারেনি। রচিন রবীন্দ্রের ৭০ রান এবং গ্লেন ফিলিপ্সের অপরাজিত ৪৮ রানের ইনিংস দলের ভরসা জাগালেও শেষ ওভারে ১২ রান তুলতে ব্যর্থ হন তারা। ফিলিপ্সের সঙ্গে ক্রিজে ছিলেন অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল, কিন্তু তাতেও লাভ হয়নি, হারের ব্যবধান মাত্র ৫ রান। ছোট ব্যবধান, কিন্তু দামী শিক্ষা।

এক নজরে মুম্বই ইন্ডিয়ান্সের টি-টোয়েন্টি শিরোপার তালিকা খুলে দেখলে বোঝা যাবে, কেবল আইপিএলেই নয়, তারা বিশ্বজুড়েই কতটা আধিপত্য বিস্তার করেছে। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতে যাত্রা শুরু তারপর পাঁচবারের আইপিএল জয়, দু’বার করে CLT20, WPL এবং MLC সব মিলিয়ে ১৩টি ট্রফি।

  • ২০১১: CLT20
  • ২০১৩: IPL ও CLT20
  • ২০১৫: IPL
  • ২০১৭: IPL
  • ২০২০: IPL
  • ২০২৩: WPL ও MLC
  • ২০২৪: ILT20
  • ২০২৫: SA20, WPL ও MLC

এই ট্র্যাক রেকর্ড দেখে বোঝা যায়, মুম্বই শুধু একটি দল নয়, একটি ব্র্যান্ড, একটি শক্তি। আর এই মুহূর্তে তারা যে জায়গায় দাঁড়িয়ে, সেখান থেকে সরানো সহজ হবে না, এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।